মো: তৈয়বুর রহমান, পিরোজপুর :
আশা- পিরোজপুর জেলার মিরুখালী ব্রাঞ্চের মেডিকেল হেল্থ সেন্টারের উদ্যোগে ১৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রঞ্জন মন্ডল, ব্রাঞ্চ ম্যানেজার আশা-মেরুখালী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল মান্নান, আর এম, আশা- ভান্ডারিয়া অঞ্চল, পিরোজপুর। সঞ্চালনায় ছিলেন সুজিত মন্ডল, হেলথ সেন্টার ইনচার্জ, আশা-মিরুখালী হেল্থ সেন্টার।বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন-অধ্যক্ষ, মিরুখালী স্কুল এন্ড কলেজ, মোঃ নুরুল আমিন, অবসরপ্রাপ্ত ডা:কমিউনিটি ক্লিনিক, আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য মেরুখালী।
বিশেষ অতিথির বক্তব্যে আশা এনজিওর উদ্যোগে মেডিকেল ক্যাম্পিং সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন এবং সন্তোষ প্রকাশ করেন। ইউপি সদস্য জনাব আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কে সাধুবাদ জানান।
প্রধান অতিথি মো:আব্দুল মান্নান তার বক্তব্যে সারা বাংলাদেশের আশার বিভিন্ন সেবামূলক কর্মকান্ড যেমন শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন প্রোগ্রাম ও আশা ইউনিভার্সিটি সম্পর্কে আলোচনা করেন।আলোচনা শেষে প্রধান অতিথি উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।