• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
গুইমারায় শহীদ বুদ্ধিজীবি দিবসে জামায়াতের আলোচনা সভা উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই দীঘিনালাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন সম্পন্ন গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সকলকে সবধরনের বিভেদ ভুলে এলাকার উন্নয়ণ ও রাষ্ট্রগঠনে ভূমিকা রাখারও আহবান জানান- ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন” বুদ্ধিজীবি দিবসে ভিন্নধর্মী আয়োজনে মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদল বাঘাইছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ মাগুরায় রাতের আঁধারে সড়কের গাছ কেটে নেয়ার অভিযোগ উঠছে চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্থলীতে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও আলোচনা সভা বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভিন্ন কর্মসূচি পালিত

বাঘাইছড়ি প্রতিনিধি:- / ৭৬২ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গৌরব উজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৯ বছর পূর্তি উপলক্ষে বাঘাইছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ কর্মসূচি ও হাসপাতালে চিকিৎসাধীন অর্ধ শতাধিক রোগীদের মাঝে সুষম খাদ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা দিলীপ কুমার দাশ।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় বাঘাইছড়িতেও বিভিন্ন কর্মসূচির মধ্যে মধ্যে সকাল আটটায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল দশটায় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশে পরিস্কার-পরিছন্নতা অভিযান, মাস ব্যাপি বৃক্ষ রোপণ কর্মসুচি ২০২৩ বাস্তবায়নের আওতায় হাসপাতালের আঙ্গিনায় চারা রোপন ও দীপংকর তালুকদার এমপির পক্ষ থেকে অসুস্থ অর্ধশতাধিক রুগীদের মাঝে সুসম খাদ্য বিতরন করা হয়।

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবু নাছের ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এর নেতৃত্বে বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি উপজেলা আঅওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও নগর পিতা জমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা, বাঘাইছড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা বলেন, বর্তমানে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিষ্টবার্ষিকী মানেই নতুন কিছু কার্যক্রম, বিশেষ বাঘাইছড়িতে এই বিষয়ে চর্চা করছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, আজকের কার্যক্রম অনেক বেশী প্রসংশনীয় উদ্যোগ আমরা ব্যাক্তিগতভাবে সাধুবাদ জানাই তাদের এবং তাদের ভবিষ্যত কার্যক্রম আরো গোছালো হোক এই কামনা করি। তারা আরো বলেন সেবা শান্তি প্রগতির সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, তাদের স্লোগানের সাথে কার্যক্রমের সাদৃশ্য খুজে পাচ্ছি, আমরা হলফ করে বলতে পারি বাঘাইছড়িতে স্বেচ্ছাসেবক লীগ যে সকল কার্যক্রম খুবই প্রশংসনীয়ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।

পার্বত্যকন্ঠ নিউজ/রনি 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ