বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত সাজেক ইউনিয়নে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ৫০ হাজার মিশ্র ফলজ চারা ও ৫০ টি পানির গাজি ট্যাংক বিতরণ করা হয়েছে।
১৫ জুলাই বাঘাইহাট ইউপি প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান অতু লাল চাকমার সভাপতিত্বে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারা ও ট্যাংক বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, পার্বত্য জনগোষ্ঠীর উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি পার্বত্য চট্টগ্ৰামের প্রত্যন্ত ও দূর্মম এলাকায় প্রয়োজনীয় রাস্তাঘাট, বিভিন্ন অবকাঠামোর উন্নয়নসহ হতদরিদ্রের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন। আসুন আমরা সকলে তাঁর জন্য দোয়া করি-তিনি যেন সুস্হ্য ও দীর্ঘায়ু থেকে দেশ ও দেশবাসীর স্বার্থে প্রয়োজনীয় ভূমিকা পালন অব্যাহত রাখতে পারে। এছাড়াও তিনি যাতায়াত ব্যবস্হায় সাজেকের দূর্গম এলাকা গুলোতে রাস্তা-ঘাট, বিশুদ্ধ পানীয় ও স্যানিটেশন ব্যবস্হায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্হা গ্ৰহনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় সাজেক ইউনিয়ন পরিষদের ইউপি সচিব বিশ্বজিৎ চক্রবর্তী সহ ওয়ার্ড সদস্যগণ, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগীরা উপস্হিত
ছিলেন।
বৃক্ষরোপণে ৫০ হাজার মিশ্র ফলজ চারা ও বেটলিংসহ দূর্গম কয়েকটি এলাকার হতদরিদ্র ৫০ পরিবারের মধ্যে পানি সংরক্ষণের জন্য ৫০ টি গাজি ট্যাংক বিতরণ করা হয়। উপহার সামগ্ৰীগুলো পেয়ে উপকার ভোগীরা আনন্দে মেতে উঠেন এবং পার্বত্য জনগোষ্টির উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশা করেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস