• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

গাউছপুর ব্রিজের পূন:নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মো: আলমগীর হোসেন ,লংগদু (রাঙ্গামাটি) / ১৬০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের গাউসপুর ফরেস্ট অফিস এলাকার জরাজীর্ণ ব্রিজটি পুনঃনির্মাণের দাবীতে মানববন্ধন করেছে ভাসান্যদম,বগাচতর, গুলশাখালী তিন ইউনিয়নের জনসাধারণ।

শনিবার (১৫ জুলাই) সকাল ১১টায় গাউসপুর জরাজীর্ণ ব্রিজ সংলগ্ন এলাকায় তিন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে উক্ত মানববন্ধন করেন।

এসময় মো. রাকিব হাসানের সঞ্চালনায়, ৪নং বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সদস্য মুসা, ইউপি সদস্য আব্দুল করিম,ইউপি সদস্য আবু তালেব, বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ ফরাজী সাকিব, নাগরিক পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক এবিএস মামুন,সহ তিন ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, তিনটি ইউনিয়নের যাতায়তের একটি মাত্র রাস্তার উপর নির্মিত ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় কয়েক বছর যাবত পরে আছে, জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটির উপর দিয়ে রাস্তা পারাপার হচ্ছে তিন ইউনিয়নের সাধারণ মানুষ। এই ব্রিজটির উপর দিয়েই প্রতিদিন পারাপার হয় কয়েক মেট্রিক টন কাঁচা মাল,স্কুল মাদ্রাসার হাজারো ছাত্র ছাত্রী। যেকোন মূহুর্তে ব্রিজটি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, দেশ যখন উন্নয়নের মডেল হয়েছে আমরা কেন পিঁছিয়ে থাকবো। মাত্র ৭০ মিটার ব্রিজটি যেকোন মূহুর্তে সরকার চাইলে করতে পারে, কিন্তু কথা বলার কেউ নাই, সবাই শুধু আমাদের আশ্বাস দিয়েই যাচ্ছে। দ্রুত ব্রিজটি পুননির্মাণ না করলে, কোনরকম দুর্ঘটনা হলে এদায় কেউ এড়াতে পারবেনা। তাই আমাদের দাবী শীঘ্রই ব্রিজটি ভেঙ্গে পুনঃনির্মাণ করা হোক।

উল্লেখ্য যে, এই ব্রিজটি নিয়ে ইতিমধ্যে কয়েকবার পত্র- পত্রিকায় নিউজ হওয়ার পরও কোন কাজে আসেনি, কেউ কথা রাখেনি।

পার্বত্যকন্ঠ  নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ