বুধবার (১২ জুলাই) ২৭ বিজিবি মারিশ্যা ব্যাটালিয়নের হল রুমে বেলা ১ ঘটিকায় প্রীতিভোজ ও কেক কাটা অনুশষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল জাহাঙ্গীর হোসেন বিজিবিএম, পিবিজিএম।
মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল শরীফুল্লাহ আবেদ এর সভাপতিত্বে অতিথিদের মধ্যে বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন সহ উপজেলার রাজনৈতিক, সামাজিক সংঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় মারিশ্যা জোন, বাঘাইহাট জোন, বাবুছড়া জোনের বিভিন্ন পদমর্যার অফিসারগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল জাহাঙ্গীর হোসেন বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটা ব্যাটালিয়ন তারই ধারাবাহিতায় মারিশ্যা ব্যাটালিয়ন খাগড়াছড়ি সেক্টরের মধ্যে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে আমি মারিশ্যা ব্যাটালিয়নের সমৃদ্ধি কামনা করি।
সভাপতির বক্তব্যে মারিশ্যা ব্যাটালিয়নের কমান্ডার লেঃ কর্ণেল শরীফুল্লাহ আবেদ আগত সকলকে স্বাগত জানিয়ে বলেন ১৯৭৮ সালে অত্র ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয়ে দেশের বিভিন্ন যায়গায় দক্ষতার সাথে কাজ করে সর্বশেষ ২০১৮ সাল হতে মারিশ্যাতে কাজ করে যাচ্ছে। এই এলাকার মানুষের সার্বিক নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলের সহযোগীতা কামনা করছি।
পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা পালন করেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস