রাঙামাটির লংগদুতে মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ও বাজারের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে মাইনীমুখ বাজারে গতি ২৭ মে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।
৫ জুন (সোমবার ) সকাল সারে ১০ টায় মাইনীমূখ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান (অঃ দাঃ) সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি,
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের অ্যাডজুডেন্ট ইমরুল কায়েস শাদ, লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন, লংগদু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন কমল লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সেলিম, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান লংগদু ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।
অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৯ জন ব্যবসায়ীসহ দোকান প্লটের মালিকদের মোট ৩লক্ষ ৫৫ হাজার টাকা বাজার পরিচালনা কমিটি ও বাজারের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রদান করা হয়।
এছাড়াও গাথাঁছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের পক্ষ থেকে ও মানবিক সহযোগীতা প্রদান করেন। বয়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মেদ। এর আগে লংগদু সেনা জোনের পক্ষ হতে প্রতিটি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ১০হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য যে গত ২৭মে ভোর রাতে মাইনীমূখ বাজারে অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে ১০টি দোকান ও দোকান মালিকসহ ১৯ জন ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ২কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস