রাঙ্গামাটির লংগদু উপজেলার মানীমুখ বাজারের আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়েগেছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ভোর ৩টা ২০ মিনিটের সময় বাজারের মাঝামাঝি একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানাযায় ।ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে।
আগুন লাগার সাথে সাথে লংগদু ফায়ারসার্ভিস,সেনাবাহিনী,পুলিশ,রেটক্রিসেন্ট এবং জনসাধারণ আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে, প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
আগুনে প্রায়২কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহেল, বলেন কি ভাবে আগুনের সুত্রপাত হয়েছে এখনো জনা যায়নি বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।
লংগদু ফায়ারসার্ভিস কর্তৃপক্ষ সেলিম উদ্দীন বলেন, আগুনের খবর পেয়ে সাথে সাথে আমরা ফায়ার ফাইটারদের নিয়ে কাজ শুরু করি, প্রায় ৪০থেকে ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই।প্রাথমিক ভাবে ধারনণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে, তবে তদন্ত করে বলা যাবে কি ভাবে আগুনের সুত্রপাত হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস