বাঘাইছড়িতে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গৌতম বুদ্ধের শুভ জন্মদিন ও বৈশাখী পূর্ণিমা উদযাপন উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে ৪ মে সকালে বিভিন্ন এলাকা থেকে আগত বৌদ্ধ ভিক্ষু ও ভক্তবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত বর্ণাঢ্য রেলী ও কাচালং নদীতে মাছের পোনা অবমুক্ত করণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এসময় কাচালং সরকারী কলেজের অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান , আওয়ামীলীগ নেতা আলী হোসেন ও গিয়াছ উদ্দিন সহ ২সহশ্রাধিক উপজাতীয় ভক্তবৃন্দ উপস্হিত ছিলেন। পরে প্রদর্শিত রেলীটি উপজেলা সদর হতে তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে গিয়ে বুদ্ধ বন্দনা, ধর্ম দেশনা, পঞ্চশীল গ্রহন, মৈত্রী সূত্র পাঠ ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান মিলিত হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখ্যমুণি বুদ্ধ বিহারের সহকারী অধ্যক্ষ শান্ত জ্যতি মহাথেরো। দেশনা প্রদান করেন সূদুর থায়লেন্ড থেকে আগত ডঃ বঙ্ঘিস মহাথেরো। এতে প্রধান অতিথি ও পূর্ণার্থী হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের প্রাত্তন চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
পার্বত্যকন্ঠ নিউজ/ এমএস