রাঙ্গামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র মোঃ মাঈনুল ইসলাম অ্যাডভোকেটশিপ অর্জন করায় প্রাক্তন ছাত্র/ছাত্রী ও এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (২৪এপ্রিল) বিকাল ৪.০০ ঘটিকায় উত্তর ইয়ারাংছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজক কমিটির আহবায়ক আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোঃ ইউনুছ আলী এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক হারুনর রশিদ, উত্তর ইয়ারাংছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল হোসেন মালেক, উত্তর ইয়ারাংছড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
এছাড়াও ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার প্রাপ্ত) শহীদুল ইসলাম ইউপি সদস্য মোঃ ইউছুফ আলী, ইউপি সচিব আল আমিন ইমরান, মহিলা সদস্য স্বরনীকা চাকমা, নেবী চাকমা, আটারকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোক্তার হোসেন, শিক্ষক আলী আকবর আজাদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইন্জিনিয়ারিং শাহাদাত ফরাজি সাকিব লংগদু প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আব্দুস সবুর প্রমুখ।
এসময় উত্তর ইয়ারাংছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃমাইনুল ইসলাম অ্যাভোকেটশীপ অর্জন করায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য উত্তর ইয়ারাংছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল হোসেন মালেককে সম্মাননা স্মারক প্রদান করেন অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
এছাড়াও ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় চাকমা (মিত্র) বিদ্যালয়ের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করেন।