বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রশাসনের পক্ষ হতে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আকিব ওসমান এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ এর তালিকা অন্তর্ভুক্ত গুরুত্বারোপ করে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত বর্নাঢ্য র্যালিটি লংগদু উপজেলা পরিষদ হতে শুরু হয়ে লংগদু বাজার প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে আলোচনা সভায় একত্রিত হয়।
এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় (১ম-৫ম শ্রেনি) এবং রচনা প্রতিযোগিতা(৬ষ্ঠ-১০ম শ্রেনি) লংগদু উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।
শেষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার,
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান,অফিসার ইনচার্জ লংগদু থানা এর পক্ষে এস আই (নিঃ)মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ,মুক্তিযোদ্বাদ্বয়,স্থানয় জনপ্রতিনিধি,রাজনৈতিকবৃন্দ, শিক্ষকবৃন্দ,ছাএ/ছাএী গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এম/এস