খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তামাক চাষের পরিবর্তে ভুট্টা চাষ এবং স্থানীয় ১২ জন কৃষককে ভুট্টা চাষে উদ্ধুদ্ধ করার জন্য উপজেলার মেরুং ইউপি অধীনস্থ কৃষক মোঃ নুর নবীকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
১৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বেলা ১১টায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে মাসিক সাধারণ সভায় কৃষক মোঃ নুর নবীকে এ-সংবর্ধনা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম।
কৃষক মোঃ নুর নবী জানান, পূর্বে আমি দীর্ঘদিন তামাক চাষ করে বিভিন্নভাবে ক্ষতিগস্থ হয়েছি। পরে বিগত পাঁচ বছর ধরে উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় নিয়মিত ভূট্টা চাষ করে আসছি এবং মেরুং ইউপির বহু কৃষককে ভূট্টা চাষে উদ্ধুদ্ধ করেছি। উপজেলা প্রশাসন কর্তৃক পাওয়া সংবর্ধনা আমি এবং উপজেলার বহু চাষীদের অনুপ্রেরণা যোগাবে বলে আমি মনে করি।
উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, কৃষক নুর নবী তামাক চাষ ছেড়ে ভূট্টা চাষে ও মেরুং ইউপির একাধিক কৃষককে ভূট্টা চাষে উদ্ধুদ্ধ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এবারে চার কানি জমিতে চল্লিশ মন ভূট্টা উৎপাদন করেছে নুর নবী। তারই ন্যায় উপজেলা প্রশাসন কর্তৃক সন্মানিসহ সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক নুর নবী সহ এমন সকল কৃষকদের জন্য সহযোগিতা থাকবে।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।
এম/এস