পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে৷ জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান সহ আর্থ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে৷ তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ৩টি পরিবারের মাঝে সেলাই মেশিন, ৫টি স্কুল মাদ্রাসার জন্য হোয়াইট বোর্ড, মসজিদের জন্য টিন ও স্কুলের জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ এবং ৮টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতেণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে জালিয়াপাড়া ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এম/এস