• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী  দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু রাঙ্গামাটিতে ঘুষ-তদবির ছাড়া মেধার ভিত্তিতে ১৭ জন পেলেন পুলিশের চাকরি দাগনভূঞা সরকারি হাসপাতালে আস্থা ফিরেছে রোগীদের – ক্রমান্বয়ে বাড়ছে রোগী, কনসালটেন্ট ও জনবল সংকটে চরমে ইসলামি ফাউন্ডেশন উদ্যোগে মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও ভাতা প্রদান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিদর্শনের এ.এস.এম এমদাদুল কবীর মাগুরায় সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের জমি দখলের পায়তারা, আতংকে শাপলা হকের পরিবার খাগড়াছড়িতে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত  কমলনগর উপজেলার আগামী দুই বছরের জন্য আমির হিসাবে নির্বাচিত হলেন মাওলানা আবুল খায়ের মোল্লাহাটে বিষাক্ত রাসায়নিক জেলি পুশকৃত চিংড়ি জব্দ সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত মণিরামপুরে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা দীঘিনালায় আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

উত্তম চরিত্র গঠনে মাদ্রাসা শিক্ষা গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে

স্টাফ রির্পোটারঃ / ৩৫৯৭ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

উত্তম চরিত্র গঠনে মাদ্রাসা শিক্ষা গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, মাদরাসা শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হলো সৎ ও আদর্শ ব্যক্তি গঠন। তাছাড়া একজন মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর তুলনায় চারিত্রিক উন্নতি সাধিত হয়।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২২ সালের আলিম পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে মাদরাসার হল রুমে অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: সামছুল হক, সাবেক সভাপতি মো: এরশাদুজ্জামান, উপ্যাধ্যক্ষ মো: হানিফুর রহমান ও গবর্নিং বডির সদস্য মো: আব্দুল কাদের প্রমুখ। মাদ্রসার অধ্যক্ষ কাজী মো: সলিম উল্যাহ স্বাগত বক্তব্য দেন।

একই সময়ে অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন সকলকে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে শপথ করান।

শুরুতে পবিত্র আল-কোরআনের অংশ বিশেষ তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। একই সময়ে শিক্ষার্থীরা তাদের সুললিত কণ্ঠে অতিথীদের হামদ ও নাত গেয়ে শুনান।

অনুষ্ঠান শেষে বিশ্ব উম্মাহর শান্তি প্রতিষ্ঠা এবং আলিম পরিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া পরিচালনা করেন অত্র মাদরাসার সহকারি মৌলভী মো. নজির আহাম্মেদ।

অনুষ্ঠানে, গভর্ণিং বডির সদস্য মো. জাহিদুল ইসলাম, সহকারি মৌলভী মো. নজির আহাম্মেদ, প্রভাষক (বাংলা) মো: আফজালুর রহমান, প্রভাষক মো: মামুনুর রশিদ, সহকারি শিক্ষক মো.শাহা আলম, রফেজা বেগম, আব্দুর রহিম, মো.আবুল হাসেম, মো. সানাউল্যাহ, রুজিনা আক্তার, ইবি শিক্ষক ক্বারী মো.আবুল হাশেম, মো.আবুল কাশেম, ইবি জুনিয়র শিক্ষক মো.জয়নাল আবদিন সহ সকল শ্রেণির শিক্ষার্থী অভিভাবক সহ অনেকে উপস্থিত ছিলেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ