উত্তম চরিত্র গঠনে মাদ্রাসা শিক্ষা গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, মাদরাসা শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হলো সৎ ও আদর্শ ব্যক্তি গঠন। তাছাড়া একজন মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর তুলনায় চারিত্রিক উন্নতি সাধিত হয়।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২২ সালের আলিম পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে মাদরাসার হল রুমে অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: সামছুল হক, সাবেক সভাপতি মো: এরশাদুজ্জামান, উপ্যাধ্যক্ষ মো: হানিফুর রহমান ও গবর্নিং বডির সদস্য মো: আব্দুল কাদের প্রমুখ। মাদ্রসার অধ্যক্ষ কাজী মো: সলিম উল্যাহ স্বাগত বক্তব্য দেন।
একই সময়ে অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন সকলকে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে শপথ করান।
শুরুতে পবিত্র আল-কোরআনের অংশ বিশেষ তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। একই সময়ে শিক্ষার্থীরা তাদের সুললিত কণ্ঠে অতিথীদের হামদ ও নাত গেয়ে শুনান।
অনুষ্ঠান শেষে বিশ্ব উম্মাহর শান্তি প্রতিষ্ঠা এবং আলিম পরিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া পরিচালনা করেন অত্র মাদরাসার সহকারি মৌলভী মো. নজির আহাম্মেদ।
অনুষ্ঠানে, গভর্ণিং বডির সদস্য মো. জাহিদুল ইসলাম, সহকারি মৌলভী মো. নজির আহাম্মেদ, প্রভাষক (বাংলা) মো: আফজালুর রহমান, প্রভাষক মো: মামুনুর রশিদ, সহকারি শিক্ষক মো.শাহা আলম, রফেজা বেগম, আব্দুর রহিম, মো.আবুল হাসেম, মো. সানাউল্যাহ, রুজিনা আক্তার, ইবি শিক্ষক ক্বারী মো.আবুল হাশেম, মো.আবুল কাশেম, ইবি জুনিয়র শিক্ষক মো.জয়নাল আবদিন সহ সকল শ্রেণির শিক্ষার্থী অভিভাবক সহ অনেকে উপস্থিত ছিলেন।
এম/এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত