খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক শীর্ষক আলোচনা সভা রবিবার সকাল ১০.৩০ টায় অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ এপ্রিল ২০২২ ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে রামগড় ঢাউন হলে, উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত,সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার,এলজিএডি কর্মকর্তা মোহাম্মদ নাঈমুল ইসলাম,তথ্য অফিসার মোঃবেলায়েত হোসেন,শহর সমাজ সেবা অফিসার আনোয়ার হোসেন,উপজেলা আইসিটি প্রোগ্রামার রেহান উদ্দিন,উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাস, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আবুল বশার,তথ্য কেন্দ্রের কর্মকর্তা শাপলা আক্তার প্রমুখ।
এসময় সভায় উপস্থিত বক্তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও মুজিবনগর দিবসের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য নতুন প্রজম্মের কাছে উপস্থাপন করেন।
এছাড়াও ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলার সকল দপ্তরের পদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা গন,শিক্ষক,শিক্ষার্থী, ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এম/এস