পাহাড়ে বসবাসরত মারমা জনগোষ্ঠির ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাইং’কে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির গুইমারাতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকালে গুইমারা রামসু বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়ে গুইমারা সেনানিবাস হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম মঞ্জুরুল কবির, গুইমারা রিজিয়নের
বিএম মেজর আহসান উজ জামান, জি.টু.আই ক্যাপ্টেন ইমরান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মেমং মারমা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সবাইকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বৈসাবি ও বৈসাখী’র শুভেচ্ছা জানান বক্তারা। মারমা সম্প্রদায়ের প্রচলিত রীতি অনুায়ী ১৪এপ্রিল পানি বর্ষণ করে পুরাতন বছরের দুঃখ গ্লানি মুছে ফেলে নতুন বছরকে আবাহন জানানো হয়। মঞ্চে স্থাপিত একটি নৌকার যুবক যুবতীরা একে অপরকে পানি ছিটিয়ে পরষ্পরকে পবিত্র করে নেবে। এভাবেই তারা পুরাতন বছরকে বিদায় জানায়।