ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পুলিশ সুপার জনাব মোঃ সিরাজুল ইসলাম, নবীনগর সার্কেল মহোদয়ের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, নবীনগর থানা জনাব আমিনুর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে নবীনগর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার আসামীরা হল জিআর নং-৯৮/২০ এর গ্রেফতারী পলাতক আসামী মধু মিয়া (৪৫), পিতা-মৃত ইসমাইল, সাং-গৌরনগর,
সিআর নং-৬৬৭/২০ এর আসাী মানিক মিয়া (৫৮), পিতা-মৃত মকবুল মিয়া, সাং-কাইতলা, থানা-নবীনগর,
নং-২৭৬/১৬ এর মোঃ হাবিবুর, পিতা-মহব্বত আলী, সাং-নবীনগর কলেজপাড়া, নবীনগর পৌরসভা এলাকা হইতে পুলিশ আইনের ৩৪ ধারায় ১। মোঃ হৃদয় (৩৪), পিতা-হাসান মিয়া, সাং-মাঝিকাড়া, ২। মোঃ বাবুল মিয়া, পিতা-আলমগীর হোসেন, সাং-আলীয়াবাদ, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ৩। নুরুজ্জামান (২৮), পিতা-নূর মোহাম্মদ, সাং-বাঁশগাড়ি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদীদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।নবিশেষ অভিযান অব্যাহত আছে।