ঝিনাইদহের শৈলকুপায় জনগনের ভালোবাসায় সিক্ত হলেন আওয়ামী লীগের দলীয় মনোনিত নৌকার প্রার্থীরা। তারা মনোনয়ন পেয়ে এলাকার ফিরলে ফুল দিয়ে বরণ করে নিয়েছে স্ব-স্ব ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ জনগন।
সারুটিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন। আসন্ন ৫ম ধাপের ইউপি নির্বাচনে তিনি আবারও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতিক) পেয়েছেন। আগামী ৫ জানুয়ারী ২০২২ তারিখে এ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
দল তাকে মনোনয়ন (নৌকা প্রতিক) দেয়ায় আনন্দের জোয়ারে ভাসছে সারুটিয়া ইউনিয়নবাসী। দলীয় মনোনয়ন হাতে নিয়ে ইউনিয়নে ফেরার পর টানা দুই বারের নির্বাচিত আওয়ামী লীগের বর্তমান ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ইউনিয়নবাসী।
কাঙ্খিত প্রার্থীকে আবারো দলীয় মনোনয়ন দেয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউনিয়নের সাধারণ ভোটাররা। ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা নৌকা প্রতীককে বিজয়ী করতে তারা অভ্যন্তরিন কোন্দল ও দ্বিধা-দ্বন্দ ভুলে এক কাতারে এসে নির্বাচন করার অঙ্গিকার করেন।
নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান, দল তাকে আবারো নৌকা প্রতিক দিয়েছে। এজন্য তিনি দলের প্রতি কৃতজ্ঞ। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে নৌকা প্রতিককে বিপুল ভোটে বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে বলে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কমিশন নিশ্চিত করেছেন।