• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কাপ্তাইয়ে জাতীয় দিবস এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত  মাটিরাঙ্গায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বগুড়ার রক্সি ফুটবল একাডেমী বান্দরবানে পুলিশ লাইন্সে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান হারিয়ে যাওয়া ৮৩টি মোবাইল ও বিকাশে নগদ ২ লাখ টাকা মালিকদের কাছে হস্তান্তর করলেন -এপিবিএন রামগড়ে ৮ বছর পর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নাইক্ষ্যংছড়ি বিএনপির র‍্যালী ও শোভাযাত্রায়- গোয়ালন্দে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত গুইমারাতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে লোহাগড়া এবং বারঘোনিয়া হতে আটক ২ কাপ্তাই ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মাটিরাঙ্গায় গ্রাম পুলিশে সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

রামগড় পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ৪৫৫ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিলেন।

বুধবার দুপুরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে প্রথমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র রফিকুল আলম কামালকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান। পরে সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের পুরুষ কাউন্সিলরদের শপথ বাক্যপাঠ করান। গত ২ নভেম্বর রামগড় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

মেয়রের সঙ্গে শপথ নেয়া কাউন্সিলররা হলেন সংরক্ষিত ওয়ার্ড আয়েশা আক্তার, কনিকা বড়ুয়া, আনোয়ারা বেগম এবং সাধারন ওয়ার্ড মো: আবদুল হক, শ্যামল ত্রিপুরা, মো: জিয়াউল হক জিয়া, মো: আহসান উল্যাহ, মো: জামাল সিকদার, মো: শামীম। (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মো: আবুল বশর, মো: জসিম উদ্দিন, মো: আবুল কাসেম।

এসময় রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন সহ রামগড় উপজেলা ও পৌর আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বর্তমান মেয়র কাজী মো: শাহাজানের রেখে যাওয়া বিপুল পরিমান বকেয়া অর্থ পরিশোধের ভার নিয়ে নতুন মেয়রকে শপথ নিতে হয়েছে। জানা যায়, পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ৩৯ মাসের বেতন বকেয়া আছে। যার পরিমান প্রায় ২ কোটি ৯০ লক্ষ টাকা। রামগড় বিদ্যুৎ বিভাগ পৌরসভার ১১টি মিটারের বিপরীতে পাওনা আছে প্রায় ৪৪ লক্ষ টাকা।

শপথ নেয়া নতুন মেয়র রফিকুল আলম কামাল বলেন, শুনেছি পৌরসভার কাছে বেতন-ভাতা ও বিদ্যুৎ বিল পাওনা আছে। বকেয়ার পরিমানও অনেক। আমি দায়িত্ব নেয়ার পর পৌরবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে এই সমস্যাগুলি সমাধান করবো। আমার আগামীর পথচলায় পৌরবাসীর দোয়া ও সহযোগিতা চাইছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ