বায়ার ফর বাংলাদেশ নামীয় আর্ন্তজাতিক মানসম্মত বীজ ও কীটনাশক বাজারজাত করন প্রতিষ্ঠান বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড আয়োজনে (অ্যারাইজ এ জেড-৭০০৬) কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ নভেম্বর বিকালে হোয়ানক ইউনিয়নের কেরুণতলী আদ্যমুলা পাড়া মসজিদ সংলগ্ন মাঠে বায়ার ক্রপ সায়েন্স এর মহেশখালী ডিস্ট্রিবিউটর সন্তোষ কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বায়র ক্রপ সায়েন্সের কৃষিবিদ হাজমুজ্জামান, মোহাম্মদ মেজবাহ উদ্দিন এসময় বক্তব্য রাখেন।
বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড ফিল্ড অফিসার ও বায়ার ক্রুপ সাইন্সের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। মাঠ দিবস অনুষ্ঠানে ’’অ্যারাইজ এ জেড-৭০০৬’’ কৃষকের ধান কেটে মাড়াইপূর্বক বাম্পার ফলনের বিষয়টি উপস্থিত কৃষকদেরকে অবহিত করা হয়েছে। এ সময় কৃষক প্রতিনিধি মোঃ রফিক উল্লাহ ও মোহাম্মদ আবু সিদ্দিক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে-মহেশখালী উপজেলা কৃষি অফিসার মমিনুল ইসলাম উপস্থিত কৃষকদের মাঝে ফসলের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য ছাড়াও পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।
এসময় বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড ফিল্ড অফিসারা-বিঘা প্রতি ২৭ মন ধান উৎপাদনে বায়ার ক্রপসাইন্স কর্তৃক বাজারজাতকৃত নতুন নতুন উচ্চ ফলনশীল ধান বীজ অ্যারাইজ সম্পর্কে হোয়ানক ইউনিয়নের কেরুণতলী আদ্যমুলা গ্রামের কৃষকদের ধারণা দেন।