• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান হারিয়ে যাওয়া ৮৩টি মোবাইল ও বিকাশে নগদ ২ লাখ টাকা মালিকদের কাছে হস্তান্তর করলেন -এপিবিএন রামগড়ে ৮ বছর পর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নাইক্ষ্যংছড়ি বিএনপির র‍্যালী ও শোভাযাত্রায়- গোয়ালন্দে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত গুইমারাতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে লোহাগড়া এবং বারঘোনিয়া হতে আটক ২ কাপ্তাই ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মাটিরাঙ্গায় গ্রাম পুলিশে সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন দীঘিনালায় জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত গুইমারায় দূর্ঘটনা প্রতিরোধে সড়কের দু’ধারে জামায়াতের ঝোপ-ঝাপ পরিস্কার অভিযান রুমায় সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত – ৩ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মানিকছড়ির ৩ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত

মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: / ২৬১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

দেশব্যাপী চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের ঘোষিত তফসিলে মানিকছড়ি উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ২৫ নভেম্বর, বাছাই-২৯ নভেম্বর, আপিল ৩০-০২ ডিসেম্বর ও আপিল নিস্পত্তি ৩-৫ ডিসেম্বর। ফলে উপজেলার আওয়ামী লীগ চেয়ারম্যান পদে নৌকার মাঝি বা কর্ণধার নির্বাচন করেছে আ.লীগ। গত ৩ দিনে দলীয় ভোটারদের প্রত্যক্ষ ভোট ও দলীয় সিদ্ধান্তে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন, মো. আবুল কালাম আজাদ, মো. আবদুর রহিম ও মো. শফিকুর রহমান ফারুক।

১২-১৪ নভেম্বর উপজেলার তিনটহরী, বাটনাতলী ও মানিকছড়ি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে বর্ধিত সভার আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগ। এতে উপজেলার ৪ নং তিনটহরী ইউনিয়নে দলীয় প্রার্থী (নৌকা) হিসেবে মনোনীত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। তাঁর সাথে প্রার্থী ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

২নং বাটনাতলী ইউনিয়নে নৌকা প্রতীক পেয়ে মনোনীত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবদুর রহিম। প্রার্থী ছিলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম মোহন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন।

১নং মানিকছড়ি ইউপিতে দলীয় প্রার্থী ভাবে মনোনীত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান ফারুক।

দলীয় প্রার্থী মনোনয়নকে ঘিরে গত ৩ দিনে উপজেলার তিনটহরী, বাটনাতলী ও মানিকছড়িতে নৌকা প্রতীক পেতে প্রার্থীরা নানা কলাকৌশলে দেন-দরবার, তদবির করেও নেতাদের মন জয় করতে পারেনি। শেষমেষ তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের প্রত্যক্ষ ভোটে নৌকা মাঝি মনোনীত হতে হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন উপজেলা ও জেলা আওয়ামী লীগ নেতাদের নিয়ে সরজমিনে বর্ধিত সভার আয়োজনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়টি সম্পন্ন করেন।

রোববার ১৪ নভেম্বর মানিকছড়ি (সদর) ইউপি’র বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. আকতার হোসেন ভূঁইয়া। অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, এম. এ. রাজ্জাক ও মো. আবুল কালাম , সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি মো. তাজুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রূ মারমা নিলয়সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল অঅবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনমূখী দল। জনগণই তাঁদের প্রতিনিধি নির্বাচন করবে। তাই আমার তৃণমূলে বর্ধিত সভার আয়োজনের মধ্য দিয়ে প্রত্যক্ষ ভোট ও দলীয় সিদ্ধান্তে নৌকার মাঝি বা কর্ণধার মনোনীত করেছি। এখন মাননীয় সাংসদের মাধ্যমে কেন্দ্রে এই তিনজনের নামের তালিকা প্রেরণ করা হবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাযায়, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে উপজেলার ১নং মানিকছড়ি, ২নং বাটনাতলী ও ৪নং তিনটহরী ইউনিয়ন নিবার্চন অনুষ্ঠিত হবে। ফলে ইতোমধ্যে উপজেলা নির্বাচন অফিস হালনাগাদ ভোটার, কেন্দ্র, ভোট কক্ষ নির্ধারণ করেছে। সে অনুযায়ী মানিকছড়ি ইউপিতে ভোটার ১৮ হাজার ৯১৮জন। তিনটহরীতে ১১ হাজার ৮১১ জন ও বাটনাতলী ইউপিতে ১১ হাজার ১৫৯ জন। মোট ভোট কেন্দ্র ২৭টি, ভোট কক্ষ ৯৫ টি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বলেন, দেশব্যাপী চলমান ইউপি নির্বাচনের ৩য় ধাপে ঘোষিত নির্বাচন সুন্দর ও সুষ্ঠ করতে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ