আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মৎস্যজীবীদের কার্প জাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
রোববার (১৬ই ফেব্রুয়ারি) সকালে উপজেলার গচ্ছাবিল বাজার সংলগ্নে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ।
এছাড়াও কার্প জাতীয় মাছের নার্সারি ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও মাঠ সহকারী মিলন কৃষ্ণ চাকমা।
প্রশিক্ষণে মাছের নানা রোগ ও প্রতিকার, উৎপাদন ব্যবস্থাপনা এবং আদর্শ নার্সারিতে রেণু উৎপাদনসহ নানা মাছ চাষ বিষয়ক নানা পরামর্শ প্রদান করা হয়। প্রশিক্ষনে স্থানীয় ৪০ জন মৎস্যজীবী অংশ নেন।