রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি উত্তর দৌলতদিয়ার মজিদ শেখের পাড়ার আক্কাস আলী মৃধার ছেলে মো. মিজানুর রহমান (২৫)।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিজানুর রহমানকে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করে দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।