মোঃ আলমগীর হোসেন, লংগদু(রাঙামাটি)
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় সমাজ সেবা ২০২৫ উপলক্ষে কল্যাণ রাষ্ট্র বিষয়ক ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
২ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় রাঙামাটি লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবার উদ্যোগে অনুষ্ঠানের শুরুতে র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলয়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু প্রকৌশলী কর্মকতা সামসুল আলম, শিক্ষা কর্মকর্তা এম কে ইমাম উদ্দিন, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিঞা খান, গাঁথাছড়া বাইতুশরফ কমপ্লেক্সের সুপার মাওঃ ফুরকান আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ প্রমূখ।
এ সময় উপস্থিত বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা সহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। এ সময় কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
শেষে লংগদু উপজেলার প্রশাসন ও সমাজ সেবার উদ্যোগে অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, কম্বল, ও নগদ অর্থ বিতরণ করা হয়।