শফিক ইসলাম, মহালছড়িঃ মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে(৫০) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ জসিম উদ্দিন খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মৃত.সাহেব মিয়ার ছেলে, তিনি মহালছড়ি কলাবাজারে বসবাস করেন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ভাইস চেয়ারম্যান।
গত ৫ই আগষ্টের পর রাতের আঁধারে পালিয়ে চট্টগ্রামে অবস্থান নেন।
মঙ্গলবার ২৪ ডিসেম্বর রাত ১০:২০ ঘটিকার সময় চট্টগ্রামের কোতোয়ালি এলাকার ফিরিঙ্গি বাজারে একটি বাসার অভিমুখে তাকে আটক করা হয়। কোতোয়ালী থানার এসআই নিরস্ত্র মোঃ ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশ ফোর্স টিম ও চট্টগ্রাম র্যাব ৭ এর টহল টিম এর সহযোগিতায় মহানগরীর থানা কতৃক বিশেষ অভিযান টি পরিচালনা করে আসামী জসিম উদ্দিন কে আটক করা হয়। তাকে মহালছড়ি থানায় রুজুকৃত মামলা নং-০১ তারিখ ০৩.০৯.২০২৪ ইং ধারা ১৪৩/৩৪১ /৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০ এজাহার নামীয় ২নং আসামি। এই মামলায় ১ম আসামী উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন শীল।
উল্লেখ্য কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার পরবর্তী আসামী জসিম উদ্দিন কে মহালছড়ি থানায় হস্তান্তর করা হয় গতকাল রাতে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিক জানান, উপজেলার সিলেটি পাড়া এলাকার পিতাঃ মৃত আনফাজ আলীর ছেলে বিএনপি কর্মী জুনু মিয়া প্রকাশ জুনু কে (৪২) হত্যার উদ্দেশ্যে হামলা,মারধর ও হুমকির ঘটনায় দায়ের করা মামলায় তাকে চট্টগ্রাম শহর হতে পুলিশ গ্রেফতার করে। এই মামলা ছাড়া, তার বিরুদ্ধে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়্র বাড়ি ভাংচুর, মাইসছড়িতে বাজারে প্লট দখল সহ বেশ কটি মামলায় আসামী বলে জানা যায়, গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।