মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
লংগদুতে জেলা বিএনপি,র যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাংগামাটি জেলার লংগদু উপজেলা বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে অসত্য বক্তব্য দেওয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন হয়।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে লংগদু প্রেসক্লাবের মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, গত (১৯ ডিসেম্বর) কালাপাকুজ্জ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল বারেক দেওয়ান এর ব্যক্তব্যের প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন
গত ১৯ তারিখে কালাপাকুজ্জ্যা ইউনিয়নে রাস্তার দাবিতে একটি মানবন্ধন করেন।সেখানে কালাপাকুজ্জ্যা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক দেওয়ান বলেন ৫ই আগষ্টের পর লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারন সম্পাদক আবুল কালাম এর নেতৃত্বে চাঁদাবাজি হচ্ছে । যাহা ভিত্তিহীন মিথ্যা বানোয়াট অপপ্রচার মাত্র। যাহা দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। তাহার এধরনের বক্তব্যের বিপরীতে আমরা জায়ীয়তাবাদী পরিবার তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সংবাদ সম্মেলনে দাবি করা হয় ৫ই আগষ্ট এর পরে লংগদু উপজেলা বিএনপির সাথে অন্য কোন দলের সাংঘর্ষিক কোন ঘটনা ঘটে নাই। উপজেলা বিএনপির নেতৃত্বে সকল সম্প্রদায়ের মানুষের সাথে সু-সম্পর্ক অটুট রয়েছে। অথচ তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন ৫ই আগষ্ট এর পর দল স্বৈরাচার হয়েছে যাহা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। তাহলে আমাদের দল কখন ক্ষমতায় আসলো এবং কিভাবে স্বৈরাচার হলো?
আপনাদের মাধ্যমে এর ব্যাখ্যা আমরা তার কাছে জানতে চাই। অথচ তিনি গত আওয়ামীলীগের দুঃশাসনের সময় স্থানীয় পাতানো ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যাহা দলের শৃংঙ্খলা বিরোধী বলে আমরা মনে করি। তাহার এহেন বক্তব্যে দলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এমতাবস্থায় তার মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন, বক্তব্য প্রদানের তিব্র নিন্দা প্রতিবাদ ও দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। ভিত্তিহীন এসব বক্তব্যের সঙ্গে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। তারা বলেন,কথিত বক্তব্যে যে বিষয় গুলোর কথা বলা হয়েছে, তার কোন বিষয় সম্পর্কে আমারা কোন পূর্বতন ধারণা ছিল না বরং আলোচ্য ঘটনাগুলোর বিষয় জানার পর আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। কেবল কিছু স্বার্থান্বেষী মহল তাদের হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং আমি ও আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপবাদমূলক বক্তব্য পরিবেশন করছে বলে আমরা মনে করি।
এক প্রশ্নের জবাবে তোফাজ্জল হোসেন বলেন আমাদের দলে কোন গ্রুপিং নাই, লংগদু উপজেলা বিএনপি সব সময় ঐক্যবদ্ধ আছে। সভাপতি আরো বলেন উপজেলা এখনোও আওয়ামী লীগের ঠিকাদারদের কাজ চলে আমরাতো বাধা দেইনি এবং কোন প্রকার চাঁদাও দাবি করিনি।