সাইফুর রহমান পারভেজ,(রাজবাড়ী)প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে গোয়ালন্দ বাজার আনসার ক্লাবে শহিদ মিনারে পুষ্পমাল্য অপর্ণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরপর সকাল সারে দশটায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হাফিজুল হক,
সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা সহ বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রী, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন বলেন, স্বাধীনতা যুদ্ধে দেশ যখন জয়ের প্রান্তে তখন দেশকে মেধাশূন্য করতে দেশের শিক্ষক ও বুদ্ধিজীবিদের হত্যা করা হয়। এ হত্যাযজ্ঞের একটি বড় উদ্দেশ্য ছিল স্বাধীনতা লাভ করতে যাওয়া বাঙালি জাতিকে মেধাশূন্য করে ফেলা।