• রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

পৃথিবীতে মানবাধিকার ভুলন্ডিত হচ্ছে; সমগ্র পৃথিবীর যুদ্ধ বন্দের আহ্বান জানান -এ.কে.এম. মকসুদ আহমেদ

স্টাফ রিপোর্টার: / ৭৬ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

 

বিশ্ব মানবাধিকার দিবস রাঙ্গামাটি হিউম্যান রাইটস ফাউন্ডেশন আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি দৈনিক গিরি দর্পণ পত্রিকা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

পাহাড়ে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রকাশক-সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের রাঙামাটি প্রতিনিধি এ.কে.এম. মকসুদ আহমেদ বলেন, সারা বিশ্বে শুধু যুদ্ধ আর যুদ্ধ। এতে পৃথিবীতে মানবাধিকার ভুলন্ডিত হচ্ছে। কোথাও কোন নিরাপত্তা নেই। যুদ্ধের কারণে আমাদের পৃথিবীতে যে ধ্বংস নেমে আসছে। গুলাগুলি ও বোমা বিস্ফোরণের তেজস্ক্রিয় জলবায়ুর ক্ষতিকর প্রভাবে পৃথিবীর পরিবেশ ধ্বংস হচ্ছে।

আজ সমগ্র পৃথিবীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে। আজকের এই মহান দিনে, আমি পৃথিবীর সমস্ত যুদ্ধ বন্দের আহ্বান জানাই। সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক। যাতে করে পৃথিবীতে মানুষ শান্তিতে বসবাস করতে পারেন। আর বিশেষ করে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানাই।

আমি ১৯৭৭ সন থেকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থায় সভাপতি ছিলাম। পরবর্তীতে ১৯৯৭ সনে হিউম্যান রাইটস ফাউন্ডেশন রাঙ্গামাটিতে সভাপতির দায়িত্ব পালন করে আসছি।

মানবাধিকার বিষয়টা অত্যন্ত বৃহত্তর পরিষদ। কিন্তু বিশ্ব মানবাধিকার বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পাখির মত গুলি করে মানুষ মারছে। সত্যিকার অর্থে আমরা এর কোন প্রতিকার পাচ্ছি না। যদিও পার্বত্য চট্টগ্রাম নিয়ে শান্তি চুক্তির ২৭ বছর পার হয়েছে। পাহাড়ে বাস্তবে স্থায়ী কোন শান্তি বয়ে আসেনি। আমরা পার্বত্য অঞ্চলে চাই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। পাহাড়ে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা চাই। পাহাড়ে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি এ.কে.এম মকসুদ আহমেদে সভাপতি বক্তব রাখেন ছিলেন, বাংলাদেশ হিউম্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অলক বড়ুয়া, দৈনিক জনকণ্ঠের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি প্রবিন সাংবাদিক মোহাম্মদ আলী, সিএইচটি মিডিয়ার সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, মারমা সংস্কৃতি সংস্থার সহ-সাধারণ সম্পাদক মিন্টু মারমা, বাংলা টাইমসের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি আহমদ বিলাল খান, দৈনিক গিরি দর্পণের স্টাফ রিপোর্টার মিল্টন বড়ুয়া, মংউচি মারমা, দৈনিক সকালের সময়ের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মনু মারমা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ