আনোয়ার হোসেন, পানছড়ি উপজেলা প্রতিনিধিঃ
৪ নভেম্বর দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এসময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দের মতামতের ভিত্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুল-কলেজে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতাসহ ব্যাপক উৎসাহ উদ্দীপণা ও যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং দিবসটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে উদযাপন কমিটি গঠন করা হয়।