• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি রামগড়ে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ   সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ

মাটিরাঙ্গায় প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার: / ৭২ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়ি : র‌বি মৌস‌ুমে বো‌রো ধা‌নের (উফ‌শী ও হাইব্রিড) জা‌তের ধান উৎপাদন বৃ‌দ্ধির ল‌ক্ষ্যে ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে প্রণোদনা কর্মসূ‌চীর আওতায় বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। ‘কৃ‌ষিই সমৃ‌দ্ধি’ এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রেখে এ প্রনোদনা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২১ ন‌ভেম্বর) সকা‌লে কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজনে সার ও বীজ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

মা‌টিরাঙ্গা উপ‌জেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী’র সভাপ‌তি‌ত্বে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: আমির হেসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দেবাশীষ চাকমা ছাড়াও কৃষক-কৃষাণীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, কৃ‌ষি প্রধান আমা‌দের দেশে খাদ‌্য উৎপাদন আ‌রো বৃ‌দ্ধির ল‌ক্ষে ও সারাদে‌শে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষ‌কের মা‌ঝে বিনামূ‌ল্যে বীজ ও সার বিতরণ কর‌ছে কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর। তারই ধারাবা‌হিকতায় মাটিরাঙ্গা উপ‌জেলা কৃ‌ষি বিভাগ কৃষকদের মাঝে ‌বিনামূ‌ল্যে বীজ ও সার বিতরণ করছে।

কৃষি বিভাগের তথ্যমতে চলতি বোরো মৌসুমে মাটিরাঙায় ২ হাজার ৫শ জন কৃষ‌কের ম‌ধ্যে প্রতি‌ বিঘা জ‌মির জন‌্য ২ কে‌জি হাইব্রিড জা‌তের বীজ ধান পা‌বেন ১ হাজার ৫শ জন জন কৃষক এবং বিঘা প্রতি ১ জন কৃষক ৫‌ কে‌জি উফশী জা‌তের বীজ ধান এবং ১০‌ কে‌জি ডিএসপি, ১০ কে‌জি এমওপি সার পা‌বেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ