সাইফুর রহমান পারভেজ,রাজবাড়ীপ্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহিরচর এলাকা থেকে ১৪ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ পেয়েছেন এক জেলে। মাছটি বাজারে ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জেলে আসলাম শেখ ও তার সঙ্গীরা পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় আসলামের জালে ধরা পড়ে বিশাল অকারের ওই পাঙ্গাশ। মাছটি বিক্রি করতে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে যান তিনি। সেখানে পাঙ্গাশ মাছটি একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরে ১৪ কেজি ওজন মেপে ১৭ হাজার ৫০০ টাকায় পাঙ্গাশটি বিক্রি করেন জেলে আসলাম।
মাছটির ক্রেতা দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. আকবর মোল্লা বলেন, ‘পদ্মার এমন বড় পাঙ্গাশ মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই জেলে আসলামের কাছ থেকে ১২৫০ টাকা কেজি দরে পাঙ্গাশটি আমি কিনেছি।’ তিনি বলেন, ‘তাজা থাকায় মাছটি ৬ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে নদীর পানিতে জিইয়ে রেখেছি। বিক্রির জন্য শৌখিন মাছ ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি। ক্রেতা পেলে সামান্য লাভ রেখে পাঙ্গাশটি আমি বিক্রি করব। পদ্মা নদীতে এখন ইলিশের পাশাপাশি কাতল, বাঘাইড়, পাঙ্গাশ, চিতল, আইড়, রিঠাসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে বলে তিনি জানান।জেলে আসলাম শেখ কালের কণ্ঠকে বলেন, ‘পদ্মায় ইলিশ ধরতে নেমে আজ আমার জালে এই পাঙ্গাশটি ধরা পড়েছে। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমি খুব খুশি।’ তিনি আরো বলেন, ‘মা ইলিশ রক্ষায় টানা ২২ দিন আমরা নদীতে নামতে পারিনি। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে আমরা পদ্মায় মাছ ধরতে শুরু করেছি। আমার মতো জেলেদের জালে এখন ভালোই মাছ ধরা পড়ছে।’