• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি রামগড়ে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ   সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ

গোয়ালন্দে লাভছাড়া সবজি বিক্রি করলো সান -সাইন কলেজিয়েট স্কুলের ছাত্র-ছাত্রী

সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধিঃ / ১৫৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে দ্রব্যমূল্যের দাম লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে দূর্ভোগের সৃষ্টি আর এ দুর্ভোগ কমাতে এবং শিক্ষার্থীদের জীবন ও জীবিকা বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের লক্ষে এবং সমাজসেবায় অবদান রাখতে এক দিনের জন‍্য ন্যায্যমূল্যে সবজি বিক্রির ব‍্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিদ‍্যালয়ের সামনে ন্যায্যমূল্যে এক দিনের জন‍্য সবজি বিক্রির ব‍্যবস্থা করেন গোয়ালন্দের ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সান-সাইন কলেজিয়েট স্কুল। প্রতিষ্ঠিনটি দিন ব‍্যাপী তাদের স্কুলের সামনে সবজি বিক্রির জন‍্য দোকানের পসরা সাজিয়ে বসেন।

এদিন প্রতিষ্ঠানটি গোয়ালন্দ বাজারের চাইতে কম মূল‍্যে অর্থাৎ ন‍্যায‍্যমূল‍্যে সবজি বিক্রি শুরু করেন। প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে ১৭ টি দ্রব‍্য মোট ১ হাজার ৪’শ কেজি সবজির মূল‍্য তালিকা টাঙিয়ে বিক্রি শুরু করেন।

এসময় বিভিন্ন ক্রেতা ৭৫ টাকা কেজি দরে ফুলকপি (বাজার মূল‍্য ১০০ টাকা কেজি), ৫০ টাকা কেজি দরে ঢেড়শ (বাজার মূল‍্য ৬০ টাকা কেজি), বরবটি ১ কেজি ও ১ টা গোল লাউ ৫০ টাকা (বাজার মূল‍্য ৬০ টাকা), ৬৫ টাকা কেজি দরে গোল বেগুন (বাজার মূল‍্য ৮০ টাকা কেজি), ৬০ টাকা কেজি দরে পটল (বাজার মূল‍্য ৭০ টাকা কেজি), ৪৫ টাকা কেজি দরে করলা ও কচুরমুখী (বাজার মূল‍্য ৭০ টাকা কেজি), ৩৫ টাকা কেজি দরে মুলা (বাজার মূল‍্য ৫৫ টাকা কেজি), ৩০ টাকা কেজি দরে ধুন্দুল ও পেঁপে (বাজার মূল‍্য ৫০ টাকা কেজি), ৪৫ টাকায় ১ টা লম্বা লাউ (বাজার মূল‍্য ৬০ টাকা ), ২৫ টাকায় ১ টা চাল কুমড়া (বাজার মূল‍্য ৩০ টাকা), ২০ টাকায় ১০০ গ্রাম ধনেপাতা (বাজার মূল‍্য ৩৫ টাকা ), ৫০ টাকায় ২৫০ গ্রাম মরিচ (বাজার মূল‍্য ৬০ টাকা), ৫০ টাকায় ১ হালি ডিম (বাজার মূল‍্য ৫৫ টাকা হালি) দরে ক্রয় করার সুযোগ পান।

এসময় ক্ষুদিরাম সরকার পাড়া বসবাসকারী প্রণব ঘোষ বলেন গোয়ালন্দ বাজারের তুলনায় সবগুলো সবজি কমপক্ষে কেজিতে ১৫ থেকে ২০ টাকা কম পাওয়ায় এখান থেকে সবজি কিনলাম। অন্তত একদিন হলে ন‍্যায‍্য মূল‍্যে কিনতে পেরে ভালই লাগছে।

সান-সাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন বলেন, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জীবন ও জীবিকা বিষয়ের উপর প্রাকটিক‍্যাল পরিক্ষা থাকায় বাস্তব জীবনে অভিজ্ঞতা অর্জনের লক্ষে এবং সমাজসেবায় অবদান রাখতে নিজ প্রতিষ্ঠান থেকে ভর্তুকি দিয়ে এমন আয়োজন করেছি। এমন আয়োজনে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনও হলো এবং পাশাপাশি গোয়ালন্দের জনগণ কম মূল‍্যে একদিন অন্তত সবজি ক্রয়ের সুযোগ পেলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ