• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

লংগদুতে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামী,র, কর্মী সমাবেশ

মোঃ আলমগীর হোসেন,লংগদু(রাঙ্গামাটি) / ৮৫ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

মোঃ আলমগীর হোসেন,লংগদু(রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদুতে ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় লংগদু উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াত ইসলামীর লংগদু উপজেলা শাখার আয়োজনে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এতে মাইনী ইউনিয়নের পূর্ব জামায়াতের আমীর মুহাম্মদ শিহাব উদ্দীন শিহাব এর সঞ্চালনায়, এবং লংগদু উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলীম, রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম,জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মনসুরুল হক,জেলা জামায়াতের প্রচার সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ, রাঙ্গামাটি পৌর জামায়াতের আমীর আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি জেলা সভাপতি শহীদুল ইসলাম (সাফি) লংগদু উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা এ এল এম সিরাজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পার্বত্য চট্টগ্রামে যারা সাম্প্রদায়িকতা ছড়ায় তারা দেশ প্রেমিক নয়। তারা সাম্প্রদায়িকতাকে পুজি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, স্বৈরাচারদের কোন ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দীর্ঘ ১৬ বছর পর খোলা আকাশের নিচে মুক্ত বাতাশে লংগদু উপজেলা জামাতে ইসলামী লংগদু উপজেলার আয়োজনে বিশাল কর্মী সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহাজাহান এসব কথা বলেন। তিনি আরো বলেন বাংলাদেশে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশী এখানে কে কোন ধর্মের তা বিবেচ্য নয়,ইসলাম সবার অধিকার সংরক্ষণ করেন যেমনি করে গেছেন নবী- রাসুল ও খোলাফায় রাশেদার যুগে।

এসময় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৬টি বছর স্বৈরাচার সরকার হাসিনা ইসলামকে বাংলার মাটি থেকে মুচে দিতে চেয়েছিলো। তারা মনে করেছিলো তারা এদেশে সারাজীবন রাজত্ব কায়েম করবে। কিন্তু ৫ আগস্ট আল্লাহর অলৌকিক শক্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে লেজ গুটিয়ে দাদার দেশে পালাতে বাধ্য হয়েছে। আমরা আশা করবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শান্তি পূর্ণ ভাবে নিরেপক্ষ একটি নির্বাচন দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করবে।

বক্তারা আরো বলেন ১৬ টি বছর এদেশটাকে স্বৈরচারী করে ফেলেছিলো হায়নারা। তাদের এই অত্যাচার নিপীড়ন রুখে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সমাজের গন আন্দোলনে সেদিন স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়। আমরা কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যে ভূমিকা পালন করেছেন এদেশের মানুষ তা সারাজীবন মনে রাখবে। এই স্বৈরাচার সরকার জামায়াত ইসলামিকে নানা অযুহাতে বিভিন্ন ভাবে বঞ্চিত করে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস ৫ আগস্ট আওয়ামী লীগই দেশের জনগণের নিকট নিষিদ্ধ হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ