• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

লংগদুতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ অবৈধ করাতকল মালিককে জরিমানা

মোঃ আলমগীর হোসেন,লংগদু (রাঙ্গামাটি) / ৮৫ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
রাঙামাটির লংগদুতে অবৈধ ভাবে করাত কল বসিয়ে বনজ কাঠ চিরানোর দায়ে তিন করাতকলের মালিককে অর্থদন্ড ও একটি করাত কলকে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৩অক্টোবর ) লংগদু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহামুদ উপজেলার বাইট্টাপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন। উপজেলা সদরের অদূরে, আলতাফ মার্কেট এলাকার মামুন মিয়ার ইসলামাবাদ এলাকার কালাম মিয়া এবং আটারকছড়া ইউনিয়নে তিন ব্রিজ বটতলা রফিক হোসেনের করাতকলে বৈধ কাগজপত্র না থাকায় করাত কল বিধিমালা ২০১২ এর ৩ ধারার অপরাধে ১২ ধারায় এক জন কে দশ হাজার টাকা এক জনকে পাঁচ হাজার টাকা এবং একজন কে চার হাজার টাকা হারে আর্থিক জরিমানা করা হয়। এছাড়া ডাংগাবাজার এলাকার শহর আলীর করাতকলে কাউকে না পেয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এ সময় সবাইকে লাইসেন্স করার জন্য এক মাসের সময় দেওয়া হয়েছে, এক মাসের মধ্যে যদি লাইসেন্স না করে তাহলে আবারো অভিযান পরিচালনা করে করাত কল গুলো বন্ধ করে দেওয়া হবে বলে সাবধান করা হয়। এছাড়াও বাকি যে করাতকল গুলো রয়েছে পরবর্তীতে সেগুলোতে অভিযান পরিচালনা করা হবে।

এ বিষয়ে বনবিভাগের উল্টাছড়ি রেঞ্জ কর্মকর্তা এসএম মাহাবুব উল আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছি করাতকলগুলো যাতে লাইসেন্সের আবেদন করে। কিন্তু বেশিরভাগ করাতকলের মালিক কোনো ধরণের অনুমতি ছাড়াই অবৈধভাবে করাতকল পরিচালনা করে আসছে।’

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিলউদ্দিন মাহামুদ বলেন, ‘লংগদুতে অবৈধভাবে গড়ে ওঠা করাতকলের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজ (৩ অক্টোবর ) অভিযানে তিনটি করাতকলকে আর্থিক জরিমানা করা হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ