ফরিদপুরের সংবাদপত্র হকার্স সমিতির উপদেষ্টা ও প্রবীণ সংবাদপত্র হকার মো. আদম আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে তিনি শহরের ১ নং হাবেলি গোপালপুর মহল্লাস্থ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। বাদ মাগরিব জানাযা শেষে তাঁকে কমলাপুর মাইটা গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে যান। প্রবীণ এই সংবাদপত্র হকারের মৃত্যুতে সংবাদপত্র হকার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. রনি, সদস্য মো. পান্নু খাঁ, নুরুজ্জামান নুরু, হারুন অর রশীদ সহ সাধারণ মানুষ খবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান। দেশে সংবাদপত্র শিল্প বিকাশের পর জেলা শহর ফরিদপুরে পত্রিকা বিলির শুরুর সময় থেকে আদম আলী সংবাদপত্র শিল্পের সাথে জড়িত। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত বিনয়ী ও সৎ হওয়ায় তাঁর সাথে স্থানীয় সাংবাদিকদের মাধুর্যপূর্ণ অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠে। বয়সের ভারে ন্যুজ আদম আলী অনেক আগেই পত্রিকা বিলির কাজ থেকে ইস্তফা দেন। এছাড়া প্রবীণ এই সংবাদপত্র হকারের মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ও বর্তমানে আমোরিকা প্রবাসী প্রবীণ সাংবাদিক ও ইতিহাস গবেষক অধ্যাপক আ.ন.ম. আব্দুস সোবহান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন সহ সাংবাদিকমহল গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।