• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি রামগড়ে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ   সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ

শেরপুরে দুই মহল্লাবাসীর সংঘর্ষে নিহত ২ আহত ৩০

এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধি : / ১৯৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

এফ এম সিফাত হাসান,শেরপুর প্রতিনিধি:
শেরপুর শহরের গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর সংঘর্ষে দুইজন নিহত এবং আহত হয়েছে অন্তত ৩০ জন। এসময় খোয়ারপাড় শাপলা চত্বর এলাকার কয়েকটি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ৯ সেপ্টেম্বর (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে মধ্য রাত পর্যন্ত। তবে মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে আজও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহতরা হলেন- জেলা শহরের গৌরীপুর মহল্লার মৃত হাফেজ আজাহার আলীর ছেলে ট্রফি চালক আশরাফুল আলম মিজান (৩৫) ও একই মহল্লার মিন্টু মিয়ার ছেলে আরিফুল ইসলাম শ্রাবণ (৩২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার দুই দল কিশোরের মধ্যে তুচ্ছ ঘটনার বিষয় নিয়ে শাপলা চত্বরে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় গৌরীপুর মহল্লার ট্রলি চালক আশরাফুল আলম মিজানকে খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এদিকে খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুই দল তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় সেনাবাহিনী এবং পুলিশ ওই এলাকায় টহল দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে মৃত্যুর ঘটনায় এলাকা উত্তেজনা বিরাজ করছে।

অপরদিকে গুরুতর আহত আরিফুল ইসলাম শ্রাবণ শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এব্যাপারে শেরপুর সদর থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ