সাইফুর রহমান পারভেজ রাজবাড়ি প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের ব্যানারে ব্যাক্তি কেন্দ্রীক মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গোয়ালন্দ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়েএ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য পাঠ করে শোনান গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দীন শেখ। এসময় তিনি বলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপি ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এবং রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আসলাম মিয়ার ভাই সামসুল আলম জজের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা বানোয়াট সংবাদ প্রদান করা হয়। রাজবাড়ী ১৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় সেখানে শামসুল আলম জজসহ গোয়ালন্দ উপজেলার সাবেক চেয়ারম্যান মোস্তফা মুন্সির নাম রয়েছে। গত ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। এই দলটি রাস্তায় দাড়াতে পারেনি তারা একবারও আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলে না। তারা নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি করে।
অপর দিকে গোয়ালন্দ উপজেলাবিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ বলেন হিংসার রাজনীতি আমরা করতে চাই না
আমরা একসাথে রাজনীতি করতে চাই। দল যাকে মনোনয়ন দিবে আমরা তারই নির্বাচন করবো কারন আমরা বিএনপি করি কোন ব্যাক্তি কেন্দ্রীক সংগঠন করি না।
এসময় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক ব্যাপারী প্রমুখ।