• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

লংগদু সরকারি মডেল কলেজ,র, জায়গা দখলমুক্ত করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

মোঃ আলমগীর হোসেন,লংগদু (রাঙ্গামাটি) / ১৬৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

 

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ লংগদু সরকারি মডেল কলেজের জায়গা দখলমুক্ত করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কলেজের শিক্ষার্থীরা।

১সেপ্টেম্বর রোজ রবিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজগর আলী এবং রাবেতা প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলামকে এ আল্টিমেটাম দেয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল, আনোয়ার হোসেন, ইমরান হোসেন,মনির হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও অত্র কলেজের শিক্ষার্থীরা।

এতে শিক্ষার্থীরা এসময় বলেন সুলতান আহমেদ কলেজে চাকরি করার সুবাদে তাকে রাবেতা থাকার জন্য ভাড়া দেওয়া হয়। পরবর্তীতে সুলতান আহমেদ জায়গায় বিগত সরকারের নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে স্থায়ী বাড়ি-ঘড় করেন এবং ভাড়া দেওয়া বন্ধ করে দেন। অন্যদিকে শাহাদাৎ হোসেন শিপু এক সময়ের বিএনপি নেতা পরবর্তীতে আওয়ামী লীগের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে ক্ষমতার অপব্যবহার করে প্রায় তিন কোটি টাকার জায়গা দখল করে ঘর নির্মান করে। কতৃপক্ষ তার ক্ষমতার কাছে কারো নিকট বিচার চাওয়ারও সাহস পায়নি।

গত ৫ আগষ্ট স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর কলেজের শিক্ষার্থীরা জায়গা দখলমুক্ত করতে আসলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কাছ থেকে কিছুদিন সময় নেন। ২৫- ২৬দিন হয়ে গেলেও জায়গা দখলমুক্ত না হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কলেজর শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে আন্দোলনের নামার হুমকি দেন।

এসময় কলেজ সহ উপজেলার কয়েকটি জায়গায় জায়গা দখলমুক্তের দাবিতে ব্যানার টানিয়ে দেয় শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ