সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি।
চিরস্থায়ী শান্তি পেতে হলে চিরস্থায়ী শান্তির রাস্তা বের করতে হবে। এটি হলো আল্লাহর দেওয়া কোরআনের রাস্তা। এ রাস্তা ধরে বাংলাদেশে আগাবে ইনশাআল্লাহ। সেগুলোর জন্য আমাদের সকলের প্রস্তুতি নিতে হবে। যে দিন এ রাস্তা চলে আসবে সে দিনই বাংলাদেশে শান্তি কায়েম হবে। শান্তি পাবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, শান্তি পাবে আপামর জনসাধারণ।
কুষ্টিয়াতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের পাশে
ঢাকা ফেরার পথে স্বল্পপরিসরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান পথসভায় জেলা ও উপজেলার নেতৃবৃন্দের প্রতি তিনি এ বক্তব্য রাখেন
রাজবাড়ী জেলা জামায়াতের আমির এড. মো. নুরুল ইসলাম বলেন, কুষ্টিয়াতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে ঢাকা ফেরার পথে তিনি দৌলতদিয়া ঘাটে স্বল্প পরিসরে পথসভায় বক্তব্য রাখেন আমাদের জামায়াতে আমির। রাজবাড়ী জেলা জামায়াত তার আগমন উপলক্ষে সর্বস্তরের জনশক্তির সাথে নিয়ে এই পথসভাকে সফল এবং সার্থক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। রাজবাড়ী জেলাবাসী গর্বিত।
এসময় ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদর উদ্দিন সহ জেলা ও গোয়ালন্দ উপজেলার জামায়াতের শত শত অন্যান্য নেতৃবৃন্দ, ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।