• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি রামগড়ে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ   সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ

আ’লীগের আমলেই নির্ভয়ে সবাই উৎসব পালন করতে পারে- কামরুজ্জামান জসিম

আলী আজীম, মোংলা (বাগেরহাট): / ১৯৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

মোংলা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম বলেছেন, শেখ হাসিনা আছে বলেই এই দেশে সব ধর্মের মানুষ নির্ভয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। আনন্দ করতে পারে।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এর পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

কামরুজ্জামান জসিম আরো বলেন, মুসলিমদের সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মাবলম্বীরাও তাদের নিজ নিজ উৎসব শান্তিতে পালন করতে পারে। আর এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে। কিন্তু এক সময় দেশে মন্দিরে হামলা হতো। অন্য ধর্মের অনুসারীদের বাড়িঘরে হামলা হতো। জঙ্গি-বোমা হামলা হতো। বিএনপি জামাত দেশে আগুন সন্ত্রাসের জন্ম দিত। আমরা সেই দিন আর দেখতে চাই না। বাংলাদেশে আমরা সব ধর্মের মানুষ ধনী-গরীব নির্বিশেষে শান্তিতে বসবাস করতে চাই। আর সেজন্য আগামীতে আমাদের শেখ হাসিনাকে প্রয়োজন। আর তাই আগামী নির্বাচনে আমাদের নৌকাকে জয়ী করতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি মনে করি এবং মনেপ্রানে বিশ্বাস করি বেগম হাবিবুন নাহার কে আবারো বাগেরহাট-৩ আসনে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক দিয়ে রামপাল-মোংলায় যে উন্নয়ন চলছে তার ধারা অব্যাহত রাখার সুযোগ দিবেন। সবাই তার জন্য দোয়া করবেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের হাওলাদার’র নেতৃত্বে মণ্ডপ পরিদর্শনে অংশ নেন, ১ন চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, ১নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মো: বেল্লাল হোসেন, যুবলীগ নেতা ইউসুফ খাঁনসহ শারদীয় দুর্গা পূজার মণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ