• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

বির্তকের জন্ম দিলো সভাপতির একক স্বাক্ষরিত কৃষক লীগের কমিটি

মোঃ মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ৪৪৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১ নং মেরুং ইউনিয়ন উত্তর শাখা কৃষক লীগের কমিটি আনুষ্ঠানিক ভাবে অনুমোদন দিয়েছে উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আব্দুল হাই। ১৫ সেপ্টেম্বর মেরুং উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে সভাপতির একক স্বাক্ষরিত ৬১ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভাপতির একক স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেয়া নিয়ে ক্ষোভে ফুঁসেছে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফজলুর হক সহ অনান্য নেতা-কর্মীরা।

এ নিয়ে ১৬ সেপ্টেম্বর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফজলুর হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আব্দুল হাই কর্তৃক একক স্বাক্ষরিত মেরুং উত্তর শাখা কৃষক লীগের অনুমোদিত কমিটিকে কেন্দ্র করে উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের মাঝে নানা বির্তকের জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে সভাপতি কর্তৃক একক স্বাক্ষরিত মনগড়া কমিটিতে মানসিক প্রতিবন্ধী ও বিএনপি জামাজের লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা পুরোপুরি সংগঠন ও গঠনতন্ত্র বিরোধী। এমতাবস্থায় সংগঠনের সিনিয়র নের্তৃবৃন্দ ও উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির পরামর্শক্রমে মেরুং উত্তর শাখা কৃষক লীগের একক স্বাক্ষরিত ও মনগড়া কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এ বিষয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আব্দুল হাই বলেন, মেরুং উত্তর কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি সমন্বয় পূর্বক ফজলুর হক নিজেই সাজিয়েছেন। কমিটির দায়িত্বপ্রাপ্তদের সাথে নিয়ে ১৫ সেপ্টেম্বর মেরুং উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার সিদ্ধান্ত হয়। সেদিন আমরা সকলেই একত্রিত হই। সেখানে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিউটন মহাজন, সাংগঠনিক সম্পাদক মো. সফিক, আইন বিষয়ক সম্পাদক বশির আহমেদ রাজু সহ সিনিয়র নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তখন ফজলুর হক আসবেনা বলে জানায়। সকল আনুষ্ঠানিকতা করেও ফজলুর হক কেন আসেনি সেটা আমার জানা নেই। বিষয়টি আমি তাৎক্ষণিক জেলা কমিটিকে অবগত করলে জেলা সার্বিক বিষয় বিবেচনা করে জেলা কমিটি আমাকে নির্দেশ দিলে আমি মেরুং উত্তর শাখা কৃষক লীগের কমিটি অনুমোদন দিয়ে দেই। পরবর্তী বিষয়ে নিয়ে ফজলুর হক মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন তথ্য প্রচার করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ