মোঃ মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১ নং মেরুং ইউনিয়ন উত্তর শাখা কৃষক লীগের কমিটি আনুষ্ঠানিক ভাবে অনুমোদন দিয়েছে উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আব্দুল হাই। ১৫ সেপ্টেম্বর মেরুং উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে সভাপতির একক স্বাক্ষরিত ৬১ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভাপতির একক স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেয়া নিয়ে ক্ষোভে ফুঁসেছে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফজলুর হক সহ অনান্য নেতা-কর্মীরা।
এ নিয়ে ১৬ সেপ্টেম্বর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফজলুর হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আব্দুল হাই কর্তৃক একক স্বাক্ষরিত মেরুং উত্তর শাখা কৃষক লীগের অনুমোদিত কমিটিকে কেন্দ্র করে উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের মাঝে নানা বির্তকের জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে সভাপতি কর্তৃক একক স্বাক্ষরিত মনগড়া কমিটিতে মানসিক প্রতিবন্ধী ও বিএনপি জামাজের লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা পুরোপুরি সংগঠন ও গঠনতন্ত্র বিরোধী। এমতাবস্থায় সংগঠনের সিনিয়র নের্তৃবৃন্দ ও উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির পরামর্শক্রমে মেরুং উত্তর শাখা কৃষক লীগের একক স্বাক্ষরিত ও মনগড়া কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এ বিষয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আব্দুল হাই বলেন, মেরুং উত্তর কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি সমন্বয় পূর্বক ফজলুর হক নিজেই সাজিয়েছেন। কমিটির দায়িত্বপ্রাপ্তদের সাথে নিয়ে ১৫ সেপ্টেম্বর মেরুং উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার সিদ্ধান্ত হয়। সেদিন আমরা সকলেই একত্রিত হই। সেখানে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিউটন মহাজন, সাংগঠনিক সম্পাদক মো. সফিক, আইন বিষয়ক সম্পাদক বশির আহমেদ রাজু সহ সিনিয়র নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তখন ফজলুর হক আসবেনা বলে জানায়। সকল আনুষ্ঠানিকতা করেও ফজলুর হক কেন আসেনি সেটা আমার জানা নেই। বিষয়টি আমি তাৎক্ষণিক জেলা কমিটিকে অবগত করলে জেলা সার্বিক বিষয় বিবেচনা করে জেলা কমিটি আমাকে নির্দেশ দিলে আমি মেরুং উত্তর শাখা কৃষক লীগের কমিটি অনুমোদন দিয়ে দেই। পরবর্তী বিষয়ে নিয়ে ফজলুর হক মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন তথ্য প্রচার করে আসছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত