রাজধানীর কলাবাগানের একটি বাসার ফ্রিজের ভেতর থেকে আনুমানিক ৮/৯ বছর বয়সী এক শিশু (মেয়ে)গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশের ধারনা শিশু গৃহকর্মীকে মেরে সেখানে রাখা হয়েছে।তার নাম ঠিকানা এখনও জানা যায়নি
শনিবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে
বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন দাস। তিনি জানান, ৭৭ নং সেন্ট্রাল রোড ভূতের গলির বাসার ২য় তলায় সাথী আক্তার নামে এক নারী তার তিন বছর বয়সী সন্তানকে নিয়ে থাকতেন। গতকাল (শুক্রবার) তারা বাসায় তালা মেরে ওই নারী বের হয়ে যান। আজ বাসার লোকজন ডাকাডাকি করলেও কেউ গেট না খোলায় থানায় খবর দেওয়া হয়।পরে আজ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে ফ্রিজের ভেতর থেকে অজ্ঞাত শিশুর মরদহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে ওই গৃহকত্রীর বাসায় কাজ করতো ওই শিশুটি।তবে ঘটনার পর থেকে সাথী আক্তারকে আর পাওয়া যাচ্ছে না। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান,শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিআইডি ওই বাসা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহটি ময়নাতদন্তের জন্য পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর বাড়ির কেয়ারটেকার মাহফুজুর রহমান জানান, তিনি এ বাসায় দুই বছর ধরে চাকরি করছেন। চাকরির শুরু থেকেই ওই শিশুটিকে সাথী আক্তারের বাসায় কাজ করতে দেখেছেন। তবে তার নাম জানেন না তিনি।
তিনি আরও জানান, সাথী আক্তার হচ্ছে তালাকপ্রাপ্ত। তার স্বামীর নাম ডাঃ রাহাত। শুক্রবার (২৫ আগস্ট) সকালে সাথী আক্তার তার শিশু সন্তানকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। এ পর্যন্ত আর বাসায় ফিরেননি।