• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি রামগড়ে জামায়াতে ইসলামের কর্মী ও সুধী সমাবেশ   সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ

শার্শার বেনাপোলে রপ্তানি ট্রাক জিম্মি করে মাসে কোটি টাকার চাঁদাবাজি

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) / ১৭১ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর)

দেশের অর্থনীতির প্রধান নিয়ামক শার্শার বেনাপোল স্থল বন্দরকে কেন্দ্র করে ভারতে রফতানি পণ্য বোঝায় ট্রাক জিম্মি করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে পরিবহন শ্রমিক নামধারী সংগঠন। রপ্তানি ট্রাক গুলোর সিরিয়ালের নামে ইচ্ছাকৃত ভাবে বেনাপোল হাইওয়ে সড়ক ও বাইপাস সড়ক হতে রফতানি গেট পর্যন্ত কৃত্রিম যানজট সৃষ্টি করে। ভিআইপি সিরিয়াল নিয়ে পরিবহন শ্রমিকদের যোগসাজসে ১৫০০ থেকে ২০০০ টাকায় এক ধাপে পৌছে যায় রফতানি গেটে। আর এই সিরিয়াল সিন্ডিগেটের হোতার রপ্তানী ট্রাক জিম্মি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
সরেজমিনে স্থল বন্দরের রফতানি গেট এলাকায় গিয়ে দেখা যায়, সিরিয়ালে লম্বা লাইনে সারি সারি পন্যবাহী রপ্তানী ট্রাক দাড়িয়ে আছে। এর মধ্যে সিরিয়াল ভেঙ্গে একের পর এক গাড়ি বেপরোয়া গতিতে রপ্তানী পন্যবাহী ট্রাক সামনে চলে যাচ্ছে। আর এসব ট্রাকের মেইনটেইন করছেন শ্রমিক সংগঠনের নেতারা। সাংবাদিক পরিচয় গাড়ি আগে নিচ্ছেন কেন জানাতে চাইলে সিন্ডিকেটের লোক দ্রæত স্থান ত্যাগ করে চলে যায়। সিরিয়ালে দাঁড়িয়ে থাকা চট্র-মেট্রো-ট ১১-০৩৫৯,ঢাকা মেট্রো-ট ২০-৬৬৮৩,খুলনা মেট্রো-ট-১১-১২৩৬ চালকদের কাছ থেকে জানা যায়,দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব পন্যবাহী ট্রাক বেনাপোল স্থল বন্দরে পৌছালে প্রবেশ থেকে অনলোড পর্যন্ত দিতে হয় মোটা অংকের চাঁদা। এর মধ্যে ট্রাক টার্মিনাল চাঁদা, সংগঠনের নামে চাঁদা,সিরিয়াল সিন্ডিগেট চাঁদা, নাইটগার্ড চাঁদা।
বেনাপোল কাস্টমস্ কার্গো শাখা থেকে জানা যায়, ভারতের পেট্টাপোল বন্দরে দেশের রপ্তানি পন্য নিয়ে ২৫০ থেকে ৩৫০ ট্রাক প্রবেশ করে। প্রবেশকৃত ট্রাক ড্রাইভার ও রফতানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সিএন্ডএফ এজেন্টের ও ট্রাক শ্রমিক সংগঠনের মধ্যস্থতায় ট্রাক প্রতি সর্বনিম্ন ৮০০ থেকে ৩০০০ টাকা নিয়ে থাকে শ্রমিক নামধারী চক্রটি। চাঁদা না দিলে দিনের পর দিন সিরিয়ালের জন্য রফতানিকৃত পণ্য নিয়ে রাস্তার ওপর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হয়। রপ্তানীকারকরা পন্যর শিপমেন্ট ডেট ও গাড়ীর ডেমারেজের হাত থেকে রেহায় পেতে বাধ্য হয়ে সিরিয়াল সিন্ডিগেটের চাঁদা দিয়ে পণ্য ভারতে রফতানি করতে হয়।
এ বিষয়ে বেনাপোল ৯ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন, শ্রমিক ইউনিয়নের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পণ্যবাহী ট্রাক থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করে যাচ্ছে। চাঁদাবাজির কারনে রপ্তানীবাহী পন্যর ট্রাক এই সিরিয়াল ভেঙ্গে বেপরোয়া গতিতে সামনে যাওয়ার কারনে বেনাপোলে একাধিক দুর্ঘটনা ঘটছে। এরই প্রতিফলন ঘটেছে গত ০২ই আগষ্ট ভিআইপি সিরিয়াল নিয়ে বেপরোয়া গতিতে ঢাকা মেট্রো-ট ২২-১৭২৪ ট্রাক চাপায় স্কুল ছাত্রী আনিকার মৃত্যু হয়েছে। আমরা বেনাপোল বাসি নিরাপদ সড়কের দাবিতে পন্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধ সহ সংশ্লিষ্ট নেতাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
সিএন্ডএফ এজেন্টের কর্মচারী মাহামুদুল হাসান জানান, বেনাপোল বন্দরের ট্রাক শ্রমিক নামধারী সংগঠনের কাছে রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্টরা জিম্মি করে রেখেছে। ট্রাক প্রতি চাঁদার টাকা না দিলে দিনের দিন ভারতে রফতানিকৃৃত পণ্য বোঝায় ট্রাক প্রবেশ করতে পারে না। সময় মতো রপ্তানী ট্রাক ভারতে প্রবেশ করাতে না পারলে দৈনিক ট্রাক ডেমারেজ,কাস্টমসের শিপমেন্টের ঝামেলা এছাড়াও সঠিক সময়ে ভারতে পণ্য না পৌঁছালে আমদানিকারকরা পণ্য রিসিভ করেনা। বিধায় আনেকটা বাধ্য হয়ে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাদের ট্রাক প্রতি ১৫০০ থেকে ২০০০ টাকা গুনতে হচ্ছে।
সিরিয়াল সিন্ডিগেটের চাঁদা আদায়ের বিষয়ে যশোর আন্তঃজেলা ট্রাক,ট্রাক্টর,কাভার্ডভ্যান ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনের নিকট জানতে চাইলে তিনি জানান, আমরা সংগঠনের পক্ষ থেকে ট্রাক প্রতি ১০০ টাকা করে আদায় করে থাকি তার বাইরে কোনো টাকা আদায় করা হয় না। ট্রাক সিরিয়াল ভঙ্গ করে ট্রাক সামনে নিতে ১৫০০ থেকে ২০০০ নেওয়ার কথা বললে তিনি বিষয়টি বানোয়াট বলে উড়িয়ে দেন। তবে স্থানীয় বদলি চালকরা ৪০০ থেকে ৫০০ টাকা নিতে পারে বলে জানান।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল রপ্তানি ট্রাক থেকে সিরিয়ালের নামে শ্রমিক সংগঠনের চাঁদার বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ