বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠার শুরু থেকেই পৃষ্ঠপোষকতা করে আসছে সামাজিক সংগঠন জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা সৌদি প্রবাসী সালমান জেড রহমান। এরই ধারাবাহিকতায় হার্ডের বাল্ব নষ্ট জনিত আক্রান্ত মোঃ জামিল খাঁন নামে অসহায় ছেলেটির চিকিৎসার আর্থিক অনুদান প্রদান করেছে।
দৌলতদিয়া ২নং ওয়ার্ড সিদ্দিক কাজীর পাড়া গ্রামের মোঃ কামাল খাঁন এর ছেলে মোঃ জামিল খাঁন (২১)।
শুত্রবার (২ এপ্রিল ) দুপুরে তার মায়ের হাতে চিকিৎসা ব্যয়ের একাংশ (৩০ হাজার) টাকার আর্থিক অনুদান তুলে দেন সালমান জেড রহমান। এ সময় উপস্থিত ছিলেন- জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি আব্দুস সালাম মৃধা।
পারিবারিক সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে হার্ডের বাল্ব নষ্ট হয়ে ভুগছিলো মোঃ জামিল খাঁন (২১)।সম্প্রতি তিনি চিকিৎসার জন্য সাহায্য চেয়ে সকলের নিকট সহযোগীতা চান । এর প্রেক্ষিতে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সৌদি প্রবাসী মোঃ সালমান জেড রহমান।
এ প্রসঙ্গে জানতে চাইলে সালমান জেড রহমান বলেন, আমি জামিলের হার্ডের বাল্ব নষ্ট হওয়ার জানতে পেরে তার পরিবারের সাথে যোগাযোগ করে তার মায়ের হাতে চিকিৎসা ব্যয়ের একাংশ আর্থিক অনুদান তুলে দিয়েছি। তিনি অত্যন্ত খুশি হয়েছেন। আমরাও দোয়া করেছি তার রোগমুক্তির জন্য। আল্লাহ্ যেন তাকে দ্রুত রোগমুক্তি দেন।
প্রসঙ্গত, প্রতিষ্ঠালগ্ন থেকে জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন বিভিন্ন অসহায়দের মাঝে সাহায্য সহযোগীতা করে আসছে। এ প্রতিষ্ঠান গরিব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার কাজে সহযোগীতা করা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে নিয়োজিত থাকে।