মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
দুই বছর আগের একটি খুনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মারুফ হোসেন ওরফে সুজন নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। একটি মুঠোফোন নম্বরের সূত্র ধরে সুজনের খোঁজ পাওয়া যায়।
এক সংবাদ সম্মেলনে আজ শনিবার দুপুরে এসব তথ্য জানান পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. আশরাফ হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া সুজন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সূর্যসেন হলে থাকতেন।
আশরাফ হোসেন বলেন, ২০২১ সালের ১ জুন আবুল হাসান নামের এক যুবককে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চলে যায় কয়েকজন যুবক। হাসপাতালে ভর্তির সময় খাতায় তারা একটি বন্ধ সিম নম্বর দিয়ে পালিয়ে যায়। ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় আবুল হাসান মারা যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।
এঘটনার পর ময়নাতদন্তে জানা যায়, আবুল হাসানকে হত্যা করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ বন্ধ সিমের সূত্র ধরে জামাল হোসেনকে আটক করে। জামালের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাই ঢাবি শিক্ষার্থী শেখ মারুফ হোসেন ওরফে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার দিন মারুফ ও তাঁর তিন বন্ধু মিলে মাদক সেবনের ঘটনায় আবুলকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তারাই আবুলকে হাসপতালে ভর্তি করে পালিয়ে যান।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি