মুন্সীগঞ্জের মুক্তারপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন ইঞ্জিনিয়ার সহ তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন প্রিমিয়ার সিমেন্ট কারখানার ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান (২৮)
ইঞ্জিনিয়ার মাহদিবিন মাহবুব (২৩) এবং ওই কারখানার শ্রমিক মোঃ রাকিব (২২) ।
শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে রাত সাড়ে দশটার দিকে তাদেরকে শেখ হাসিনা বার্ণে নিয়ে আসা হয়।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা ইঞ্জিনিয়ার আমির হোসেন জানান, আজ বিকেলের দিকে প্রিমিয়ার সিমেন্ট কারখানার বার্ণালে আগুন দেওয়ার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে আমাদের কারখানার দুই ইঞ্জিনিয়ার সহ এক শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে
নিয়ে আসা হয়।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ রাতের দিকে তিনজন দগ্ধ হয়ে আমাদের এখানে এলে জরুরী বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দগ্ধদের মধ্যে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শতকরা ১০% ,ইঞ্জিনিয়ার মাহদিবিন মাহবুব শতকরা ০৫% এবং ওই কারখানার শ্রমিক মোঃ রাকিব শতকরা ২১% দগ্ধ হয়েছেন। আগামী ২৪ ঘন্টা অতিবাহিত না হলে তাদেরকে আমরা শংকামুক্ত বলতে পারছিনা।