ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর শাহ পীর কেল্লা শহীদ (র.) মাজার শরীফের বাৎসরিক ওরসে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ভক্তরা। হঠাৎ ট্রেন আসায় ছোটাছুটি শুরু করতে থাকেন তাঁরা। এ সময় ট্রেনের ধাক্কা ও তিতাস নদীতে লাফিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খড়মপুর তিতাস নদীর ওপর ২ নম্বর রেল ব্রিজে এ ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি আসতে দেখে পানিতে লাফিয়ে পড়ে একজন ও ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে আরেকজন মারা যান।
পরে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে দুজনের মরদেহ নদী থেকে উদ্ধার করে। নিহত একজন মাধবদী উপজেলার দোয়ানি গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে শুক্কুর মিয়া (৫০)। অপর মরদেহের (২২) পরিচয় জানা যায়নি।
আখাউড়ায় খড়মপুর শাহ পীর কেল্লা শহীদ (র.) মাজারে বৃহস্পতিবার থেকে ৭ দিনব্যাপী ওরশ শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত যোগ দিচ্ছেন।