মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা
যশোরে বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ০৯ আসামি সহ বিপুল পরিমাণ ভারতী প্রসাধনীসহ ০১ জন চোরাকারবারিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের, মৃত নুর উদ্দিনের ছেলে মো. বায়েজিদ হোসেন, ও সুলতান হোসেনের ছেলে উজ্জল হোসেন, গাতিপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে মো. বরকত গাজী, বাহাদুরপুর গ্রামের মৃত ছয়দুল ইসলামের ছেলে মো. মহিউদ্দীন ইসলাম, ভবেরবেড় গ্রামের গিয়াস উদ্দিন শিকদারের ছেলে মো. আমির হোসেন, মো. আবু বক্করের ছেলে মো. আল আমিন, পাটবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. হৃদয় হোসেন, আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আলমগীর, দক্ষিণ কাগজপুকুর গ্রামের মৃত মতলেবের ছেলে দীন ইসলাম।
এছাড়া বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের ‘অভি ভ্যারাইটিজ স্টোর’ এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ভারতীয় তৈরি ১২২০ পিস (ক্লোব-জি, স্কিন-সাইন, গোমেলা ও কলবিটা-জিএম) ক্রিম সহ ভবেরবেড় (পশ্চিমপাড়া) খলিলুর রহমানের বাড়ির ভাড়াটিয়া নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষীপাশা গ্রামের মৃত বারিক বিশ্বাসের ছেলে মো. আদর আলী বিশ্বাসকে গ্রেফতার করে। জব্দকৃত আলামতের মূল্য আনুমানিক-২,৮১,৪০০/-টাকা
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত সকল আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে