যশোরের শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের হল রুমে ১০ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪ঘটিকায় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ খালেকের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে দিয়ে শুরু হয়।
এসম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এডিসি তুষার কান্তি পাল, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, মাস্টার মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ফেরদৌস, ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহমেদ লিটন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সচিব মিলন হোসেন।
এসময় জেলা প্রশাসক বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক’সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে মতবিনিময় আলোচনা করেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের ওয়ার্ড মেম্বার, মহিলা মেম্বার ও এলাকার সুধী মহল।